Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পোষ্যর (Pet)খাবার কিনতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেড়িয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি। দিনভর খোঁজাখুঁজির পর না মেলায় পুলিশের (Police) দ্বারস্থ হয় পরিবার। আর এরপরই গ্রামের এক মাঠ থেকে উদ্ধার হয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। শরীরে ১৮ টি কোপের চিহ্ন মেলে। তদন্তে নেমে মাঠের একপাশ থেকে উদ্ধার হয় তরুণীর মোবাইল ফোন। আর সেই ফোনের কল লিস্ট ঘেঁটেই খুনের কিনারা করে পুলিশ। উঠে আসে গ্রামের এক যুবকের নাম। মৃতার মায়ের অভিযোগ, ওই যুবক মাঝেমধ্যেই তাঁর মেয়েক উত্যক্ত করত। এরপরই ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে ওই যুবক।

তরুণীকে কুপিয়ে খুন যুবকের, গোপনাঙ্গে আঘাতের চিহ্ন

পুলিশকে সে জানায়, ওই যুবতীকে ভালবাসত সে। তাঁকে প্রেমের প্রস্তাবও দেয় সে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তরুণী। দিন কয়েক আগেই মৃত তরুণীর অভিযোগের জেরে গ্রামের কয়েকজন যুবক মিলে অভিযুক্তকে মারধর করেন। আর তাতেই রাগ চেপে যায় তার মাথায়। তারপর থেকেই ওই যুবতীকে অনুসরণ করতে শুরু করে সে। খুনের পরিকল্পনাও করে ফেলে ওই যুবক। এরপরই একা পেয়ে মাঠের ধারে নিয়ে গিয়ে যুবতীকে কুপিয়ে খুন করে সে। স্ক্রু ডাইভার দিয়ে শরীরের একাধিক জায়গায় কোপ মারা হয়। আঘাত করা হয় গোপনাঙ্গে। এই ঘটনা ঘটিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে স্নান করে ঘুমিয়ে পড়ে অভিযুক্ত। খুনের দায়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, রাগের বশে তরুণীকে ১৮ বার কুপিয়ে খুন যুবকের