
নয়াদিল্লিঃ স্ত্রীকে (Wife) নৃশংসভাবে খুন (Murder)করে আত্মঘাতী (Suicide) স্বামী (Husband)। ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ের (Navi Mumbai)খাগড়াগড়ে। অভিযুক্ত ব্যক্তির নাম নূতন দাস ওরফে সঞ্জয় সাচদেব। মৃত স্ত্রীর নাম স্বপ্না দাস। তিনি পাকিস্তানের মেয়ে ছিলেন। ভারতীয় সঞ্জয়কে বিয়ে করেন। মুম্বইয়ের খাগড়াগড়ের ৩৪ নম্বর সেক্টরের 'ডলফিন প্রাইড সোসাইটি'তে থাকতেন তাঁরা। সোমবার এই আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই দম্পতির দেহ। স্ত্রীকে কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতী হয় ওই যুবক এমনটাই পুলিশ সূত্রে খবর।
বন্ধ ফ্ল্যাটে স্ত্রীকে খুন, শেষে আত্মঘাতী যুবক
স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির মধ্যেই প্রায়ই বচসা লেগে থাকত। মনে করা হচ্ছে এদিন বচসার জেরেই স্ত্রীকে খুন করে সঞ্জয়। এরপরই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। যদিও ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। এই দম্পতির দুই সন্তান রয়েছে। তাদের একজনের বয়স ১০ এবং একজনের ৬। এই ঘটনার সময় স্কুলে ছিল তারা। নিহত স্বপ্নার বোন সঙ্গীতা সেবক মাখিজা, প্রতিবেশীদের জানান ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ এবং তা খোলা যাচ্ছে না। এরপরই প্রতিবেশীরা দরজা ভাঙার চেষ্টা করেন। এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় দম্পতির দেহ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পাকিস্তানি স্ত্রীকে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী স্বামী
Navi Mumbai Shocker: Man Stabs Pakistani Wife to Death Before Dying by Suicide at Home in Kharghar; Investigation Underway#Maharashtra #NaviMumbai #PakistaniWoman #Murder #Suicide
— LatestLY (@latestly) June 9, 2025
Read: https://t.co/ZyQU8EYC3i
— LatestLY (@latestly) June 9, 2025