নয়াদিল্লিঃ স্ত্রীর (Wife) লিভ ইন পার্টনারের (Live In Partner) যৌনাঙ্গ (Private Parts) কেটে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কাটলেন যুবক। গুরুতর আহত স্ত্রী ও তাঁর প্রেমিক। হাসপাতালে আশঙ্কাজনক দু'জন। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার মালাহাট গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মনোজ কুমার মহন্তি। ঘটনার সূত্রপাত এক বছর আগে। স্বামীর ঘর ছেড়ে একবছর আগেই প্রেমিক প্রশান্ত নাথের সঙ্গে থাকতে শুরু করেন অভিযুক্তের স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই এই সিদ্ধান্ত নেন তিনি।
ওড়িশায় হাড়হিম করা ঘটনা
এরপর থেকেই স্ত্রী ও তাঁর প্রেমিককে হত্যার ছক কষে মনোজ। সেই মতো, গত বুধবার স্ত্রীকে মালাহাটের একটি খালের ধারে ডাকে অভিযুক্ত। প্রেমিককে সঙ্গে নিয়েই সেখানে যান ওই মহিলা। এরপরই তাঁদের উপর হামলা চালানো হয়। আক্রান্ত স্ত্রীর অভিযোগ, তিন চারজন মিলে তাঁদের চেপে ধরে হত্যার চেষ্টা করে। কিন্তু আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসতে সব পরিকল্পনা বিফলে যায়। এরপরই গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
লিভ-ইন পার্টনারের যৌনাঙ্গ কেটে স্ত্রীর গলার কোপ, পলাতক অভিযুক্ত স্বামী
Odisha Horror: Man Slits Estranged Wife’s Throat, Mutilates Private Parts of Her Live-In Partner in Jajpur; Absconding #Odisha #Jajpur #Crime
— LatestLY (@latestly) July 10, 2025
Read: https://t.co/2zKi4lisGR
— LatestLY (@latestly) July 10, 2025