নয়াদিল্লিঃ স্ত্রী নিখোঁজ(Missing)। থানায় তা জানিয়ে গায়েব হয়ে গিয়েছিল স্বামী(Husband)। তখনই স্বামীর উপর সন্দেহ হয় পুলিশের। সোজা ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে পৌঁছে বাড়ির উঠোনা ন্যাপথলিন ছড়ানো দেখে সন্দেহ আরও গাঢ় হয়। এরপর সেই ন্যাপথলিনের রহস্য ভেদ করতে গিয়েই নারকীয় খুনের কিনারা করল পুলিশ। বাড়ির উঠোন থেকে উদ্ধার নিখোঁজ মহিলার দেহ।
শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর দেহ
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়ার্ধায়। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন হিংগনঘাটের এক বাসিন্দা। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে সন্দেহ বাড়ে পুলিশের। তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এরপর ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উঠোন খুঁড়ে উদ্ধার করা হয় এক তরুণীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,খুন করে দেহ পুঁতে দেওয়া হয়েছে। এই ঘটনায় তাঁর স্বামী যুক্ত বলেই সন্দেহ পুলিশের। তবে কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই স্বামীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাড়ির উঠোনে ছড়ানো ন্যাপথলিন, মাটি খুঁড়তেই উদ্ধার গৃহবধূর দেহ, পলাতক স্বামী
Man Reports Wife Missing, Then Disappears, Naphthalene Leads To Her Body https://t.co/9H3tro2HSm pic.twitter.com/vJE2rSMsBH
— NDTV (@ndtv) August 22, 2025