নয়াদিল্লিঃ দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পায় যুবক। আর তারপরেই বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ(Gang Rape)। নদীতে (River) ছুড়ে ফেলা হল মহিলাকে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। কোনওরকমে প্রাণে বাঁচলেন মহিলা। ইতিমধ্যে স্বামী-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সুরাটের কাপোদ্রা থানা এলাকায়।
স্বামী ও তার বন্ধুদের লালসার শিকার মহিলা
পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল গণেশ রাজপুত নামে ওই ব্যক্তি। স্ত্রীকে সন্দেহ করত সে। স্ত্রী র বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত বলে সন্দেহ ছিল তার। এই নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা লেগে থাকত। গত ২৪ জুলাই স্ত্রীর উপর চড়াও হয় গণেশ। লাঠি এবং হাতুড়ি দিয়ে স্ত্রীকে মারধর করা হয়। এরপর মহেশ ওরফে প্রিন্স কুমারকে দিয়ে স্ত্রীকে অপহরণ করায় সে। মহিলাকে নিয়ে যাওয়া হয় দীনদয়াল নগরের একটি ভাড়া বাড়িতে। সেখানেই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পাইপ দিয়ে মহিলার মাথায় আঘাত করা হয় বলেও জানা গিয়েছে। এরপর আরও দুই বন্ধুকে ডেকে নিয়ে আসে গণেশ। চারজন মিলে মহিলাকে অটোরিক্সা করে তাপি নদীর কাছে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে মহিলার হাত-পা ও মুখ বেঁধে নদীতে ছুড়ে ফেলে দেওয়া হয়। তবে ভাগ্যের জোরে প্রাণে বাঁচেন ওই মহিলা। সোজা কাপোদ্রা থানায় এসে সবটা পুলিশকে জানান। এরপরই তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদকে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গণেশের বাড়ি তামিলনাড়ুর সালেম এলাকায়। সে পেশায় একজন গাড়িচালক। কর্মসূত্রে সুরাটে থাকত সে। তার বিরুদ্ধে সুরাটের বিভিন্ন থানায় মোট ২৬ টি মামলা রয়েছে।
বন্ধুদের সঙ্গে মিলে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
जेल से छूटकर आए पति ने अपने तीन दोस्तों के साथ मिलकर पत्नी से सामूहिक दुष्कर्म किया और उसे मारने की कोशिश की
पूरी ख़बर: https://t.co/cv6pQy7rg7 #Gujarat #Husband #Wife (Sanjay Singh Rathore) pic.twitter.com/KU5QGDrYKe
— AajTak (@aajtak) July 28, 2025