মহারাষ্ট্র: অনলাইনে অর্ডার দিলেন অ্যাপেলের ফোন। কিন্তু হাতে পেলেন বাসন ধোয়ার সাবান! উৎসবের মরসুমে অনলাইনে কেনাকাটা যেমন জমজমাট চলছে, তেমনি প্রতারকরা গ্রাহকদের প্রতারণা করার সুযোগ নিচ্ছে। মহারাষ্ট্রের থানের এক ২৫ বছর বয়সী যুবক অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে ৪৬,০০০ টাকার একটি আইফোন অর্ডার করেছিলেন, কিন্তু তাঁর পার্সেলে তিনটি সাবান বার দেওয়া হয় বলে অভিযোগ। আরও পড়ুন:S Jaishankar Gifts Virat Kohli Signed Bat To Rishi Sunak: দীপাবলীতে বিরাট কোহলির সই করা ব্যাট উপহার পেলেন প্রধানমন্ত্রী সুনক, দেখুন ছবি
ভুক্তভগির অভিযোগ, তিনি স্বনামধন্য ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম থেকে আইফোন ১৩ (iphone 13) অর্ডার করেছিলেন। পেমেন্ট করেন ৪৬,০০০ টাকা। কিন্তু হাতে পান তিনটি সাবান বার। পুলিশ বিষয়টির তদন্ত করছে।