প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নাগপুর: এখন প্রায় প্রতিদিনি সাইবার ক্রাইম ঘটছে। অনলাইনে চাকরির প্রতারণাও বেড়েছে। সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পড়ে মানুষ লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন। সম্প্রতি একটি সাইবার ক্রাইম (Cybercrime)-এর ঘটনা সামনে এসছে। নাগপুরের (Nagpur) বাসিন্দা ৫৬ বছর বয়সী সারিকোন্ডা রাজু একজন ধূর্ত প্রতারকের পাতা ফাঁদে পা দিয়ে ৭৭ লক্ষ টাকা খোয়ালেন। আরও পড়ুন:  X Won’t Be Free Anymore! : আর নয় ফ্রি, এবার টুইট করতে খসবে ১ মার্কিন ডলার! জানাল এক্স প্ল্যাটফর্ম (দেখুন টুইট)

প্রতারণাক রাজুকে ইউটিউবের ভিডিও (YouTube video) ‘লাইক’ দিয়ে অর্থ উপার্জনের টোপ দিয়েছিল। এই সহজ কাজটি করে অর্থ উপার্জন করতে রাজুও রাজি হয়ে যান। এরপর ওই প্রতারক এই কাজটির জন্য রাজুকে টাকা পাঠাতে চেয়ে তাঁর থেকে তাঁর অ্যাকাউন্ট ডিটেইলস জেনে নেয়। তথ্য জেনে নেওয়ার পরই প্রতারক রাজুর অ্যাকাউন্ট থেকে ৭৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। রাজুর সঙ্গে ওই প্রতারক টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করেছিল বলে জানা গিয়েছে।