নয়াদিল্লিঃ বিয়ের (Wedding) মাত্র চার মাস হয়েছে। আর তার পর থেকেই পণের (Dowry)দাবিতে চলে অত্যাচার। অবশেষে নিজের স্ত্রীকে (Wife) নৃশংসভাবে খুন (Murder) করে বিছানার তলায় দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকে। জানা গিয়েছে, মাত্র চার মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয় ওই দম্পতি। ধৃতের নাম আকাশ কাম্বার। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার চালাত আকাশ। বাড়ি থেকে মোটা টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হত। এই নিয়ে দু'জনের মধ্যে বচসা লেগেই ছিল। বচসা চরমে পৌঁছলে স্ত্রীকে খুন করে আকাশ। এরপর বিছানার নীচে দেহ লুকিয়ে পালায় সে। ফোন বন্ধ করে রাখে পাছে কেউ তার সঙ্গে যোগাযোগ করে।
পণের দাবিতে ফের অত্যাচার, স্ত্রীকে খুন স্বামীর
বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক আকাশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতার বাড়িতে। জামাইয়ের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।
ফের পণের দাবিতে খুন, বিছানার নীচে স্ত্রীর দেহ লুকিয়ে পালাল স্বামী
Belagavi, Karnataka: A shocking murder has surfaced in Kamaladinni village of Mudhol taluk, where 20-year-old Aakash Kambhar allegedly killed his wife and hid her body under the bed. The crime came to light after the mother-in-law returned home. Married just four months ago,… pic.twitter.com/oBXyq9IQwd
— IANS (@ians_india) October 8, 2025