Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ বীমার (Insurance) টাকা (Money) হাতানোর জন্য শাশুড়িকে পরিকল্পনা করে খুন গ্রেফতার জামাই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সিদ্দিপেট এলাকার পেদ্দামাসানপল্লী গ্রামে ধৃতের নাম ভেঙ্কাটেশ জানা গিয়েছে, তাঁর শাশুড়ি রাম্ভার নামে ৬০ লক্ষ টাকার জীবনবীমা রয়েছে সেই টাকা হাতানোর জন্যই রাম্ভাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে ভাইয়ের সঙ্গে মিলে পুরো খুনের পরিকল্পনা করে ভেঙ্কাটেশ

পরিকল্পনা করে শাশুড়িকে খুন, গ্রেফতার জামাই

এরপর মধ্যরাতে বৃদ্ধা শাশুড়িকে বাড়ি থেকে বের করে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে পিছন থেকে তাঁকে গাড়িতে ধাক্কা মারা হয় যাতে মনে হয় দুর্ঘটনায় মৃত্যু সেভাবেই গোটা বিষয়টিকে সাজায় সে কিন্তু পুলিশি তদন্তে সবটা ধরা পড়ে যায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই আসল ঘটনা জানতে পারে পুলিশ। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে ভেঙ্কাটেশ। পুলিশকে সে জানায় ব্যাঙ্ক ও পোস্ট অফিস মিলিয়ে ৬০ লক্ষ টাকার বীমা ছিল তার শাশুড়ির। সেই টাকার লোভেই এই খুন বলে সে জানায় পুলিশকে। ইতিমধ্যেই খুনের দায়ে ভেঙ্কাটেশ তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

 জীবনবীমার টাকার লোভে শাশুড়িকে ফিল্মি কায়দায় খুন, গ্রেফতার জামাই