বিনোথ কুমার (ছবিঃX)

নয়াদিল্লিঃ তামিলনাড়ুর (Tamil Nadu) তাঞ্জাভুর জেলায় হাড়হিম করা ঘটনা। স্ত্রী (Wife) বাড়ি না ফেরায় তিন সন্তানকে গলার নলি কেটে খুন যুবকের। সন্তানদের প্রাণে মেরে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বিনোথ কুমার। বয়স ৩৮ বছর। পেরিয়াকোট্টাই গ্রামের বাসিন্দা সে। কিছু বছর আগে নিত্যা নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি শুরু হয় দু'জনের মধ্যে। অশান্তির জেরে গত ছয় মাস ধরে আলাদা থাকছিলেন এই দম্পতি। সম্প্রতি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই যুবক। স্ত্রীকে বাড়িতে ফেরার অনুরোধ করে সে। কিন্তু তাতে স্ত্রী নিত্যা রাজি না হতেই দিশেহারা হিয়ে পড়ে বিনোথ। এরপরই সন্তানদের জন্য মিষ্টি কিনে আনে সে। সেই মিষ্টি খেতে ছেলেমেয়েরা ব্যস্ত হয়ে পড়তেই তাদের গলা কেটে খুন করে সে। এরপর নিজেই মধুকুর থানায় গিয়ে আত্মসমর্পণও করে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের নাগরকুরনুল জেলায় একই রকমের একটি ঘটনা ঘটে। তিন সন্তানকে খুন করে ৩৬ বছরের এক যুবক।

স্ত্রীর সঙ্গে বিবাদের জের, তিন সন্তানকে গলা কেটে খুন যুবকের