নয়াদিল্লি: প্রেমিকাকে বিয়ের উদ্দেশ্যে বেঙ্গালুরু থেকে গোয়ায় (Goa) নিয়ে এসে গলা কেটে হত্যা করল যুবক। সোমবার জঙ্গল থেকে ২২ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ পাওয়ার পর দক্ষিণ গোয়া পুলিশ তদন্ত শুরু করে। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম রোশনি মোজেস (২২), তিনি বেঙ্গালুরুর উত্তরাঞ্চলের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত সঞ্জয় কেভিনও একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, যুগল সম্প্রতি বেঙ্গালুরু থেকে গোয়া এসেছিলেন এবং এখানে তাঁদের বিয়ে করার কথা ছিল। কিন্তু বিয়ের আগে সঞ্জয় রোশনির গলা কেটে মৃতদেহ দক্ষিণ গোয়ার প্রতাপনগরের একটি জঙ্গলে ফেলে দেয়। আরও পড়ুন: Volcanic Eruption Video: প্রবল বিস্ফোরণে ফাটল আগ্নেয়গিরি, গলগল করে বেরোচ্ছে আগুন, ছাইয়ের পাহাড়ে ঢাকল আকাশ, ভাইরাল ভিডিয়ো
সোমবার সন্ধ্যায় স্থানীয়রা তরুণীর মৃতদেহ দেখতে পেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে যে মেয়েটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বর্তমানে, অভিযুক্তের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই হত্যার আসল কারণ কী তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।