নয়াদিল্লিঃ সম্পর্ক থেকে মুক্তি চেয়েছিলেন প্রেমিকা(Girlfriend)। তা মানতে না পেরে বাবার সামনে প্রেমিকাকে খুন প্রেমিকের। ভরা বাজারের মাঝে তরুণীর গলায় বসে পড়ে তাঁকে খুন করল যুবক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মেঘালয়ের (Meghalaya) খাঁসি জেলার মাইরাং পিন্ডেগুমিয়ং বাজারে। মৃতার নাম ফিরনালিন খ্রাস্টিউ। মেঘলায়ের মখাপ গ্রামের বাসিন্দা। বয়স ২৫। সোমবার বাবার সঙ্গে বাজারে চাষের জিনিসপত্র বিক্রি করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর উপর চড়াও হয় প্রেমিক। তাঁর বাবার সামনেই প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। বচসা চরমে পৌঁছলে তরুণীকে রাস্তায় শুইয়ে তাঁর গলায় বসে শ্বাসরোধ করে তাঁকে খুন করে প্রেমিক।
রাগের বশে প্রেমিকাকে খুন করে বসল প্রেমিক
এরপর সেখান থেকে পালাতে চেষ্টা করলে তাকে ধরে ফেলে স্থানীয়রা। অন্যদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নিহতের বাবার অভিযোগ, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেয়ের। কিন্তু সম্প্রতি এই সম্পর্কে আর থাকতে চায়নি মেয়ে। সে কথা প্রেমিককে জানাতেই শুরু হয় বচসা।
সম্পর্কে থাকতে রাজি ছিলেন না তরুণী, তাতেই ভরা বাজারে প্রেমিকাকে খুন প্রেমিকের
Meghalaya Horror: Man Kills Girlfriend in Front of Her Father by Slitting Victim’s Throat in West Khasi Hills District, Apprehended #WestKhasiHills #Meghalaya #Murder
— LatestLY (@latestly) July 1, 2025
Read: https://t.co/lYuRHYSHYn
— LatestLY (@latestly) July 1, 2025