Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দ্বিতীয় স্ত্রীর (Second Wife) সঙ্গে মিলে প্রথম স্ত্রীকে খুন। এমনকী খুন (Murder) করে প্রমাণ লোপাটের জন্য দেহ নদীর ধারে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের আনন্দপুর থানা এলাকার আমজোড়া গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত। গ্রেফতার করা হয়েছে দ্বিতীয় স্ত্রী পূজা দেবীকে।

স্বামী ও সতীনের হাতে খুন মহিলা, দেহ পোঁতা হল নদীর চরে

জানা গিয়েছে, মূল অভিযুক্তের নাম শিবচরণ দাস। গত কয়েক বছর আগে সাবিত্রী দেবী নামে এক মহিলাকে বিয়ে করে সে। তাঁদের এক সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পরই পরকীয়ায় জড়ায় শিবচরণ। এই ঘটনা জানাজানি হতেই স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। এরই মাঝে পূজাকে বিয়ে করে শিবচরণ। সম্প্রতি পূজাকে নিয়ে আলাদা থাকাও শুরু করে সে। এরপরই প্রথম স্ত্রী সাবিত্রীকে খুনের পরিকল্পনা করে তারা। বুধবার রাতে সাবিত্রীকে খুন করে দেহ নদীর চরে বালির মধ্যে পুঁতে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। দ্গা ঢাকা দিলেও ধরা পড়ে যায় পূজা। কিন্তু পলাতক শিবচরণ। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।