Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ চকোলেট (Chocolate) খাওয়ার ইচ্ছে হয়েছিল একরত্তি মেয়ের(Daughter)। তাই বাবার (Father) কাছে টাকা চেয়েছিল সে। এটাই ছিল তার 'অপরাধ।' চকোলেট কেনার জন্য টাকা চাইতেই ৪ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন বাবার। ইতিমধ্যেই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra)লাতুর জেলায়।

৪ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন বাবার

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বালাজি রাঠোর। মহারাষ্ট্রের লাতুর জেলার উদগির তালুকের ভিমা টাণ্ডা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, বেশিরভাগ সময়ই মদ্যপান করে থাকত বালাজি। এদিনও মদ্যপ অবস্থাতেই ছিল সে। এই নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। বচসা চরমে পৌঁছলে সংসার ছেড়ে চলে যান স্ত্রী বর্ষা। নিজের বাবার বাড়িতে থাকেন তিনি। মেয়েকে নিয়ে এই বাড়িতে একাই থাকত বালাজি। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে চকোলেট কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল মেয়ে। আর তাতেই চটে সে। রাগের বশে মেয়েকে শ্বাসরোধ করে খুন করে সে। বিষয়টি জানাজানি হতে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী সেই অভিযোগের ভিত্তিতেই বালাজি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে মৃত শিশুকন্যার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

চকোলেট কেনার টাকা চাওয়াই ছিল 'অপরাধ' রেগে শিশুকন্যাকে খুন বাবার