নয়াদিল্লিঃ পুত্র সন্তানের (Son) আশা করে পরপর কন্যা সন্তান (Daughters) হওয়ায় রেগে ৭ বছরের মেয়েকে খালে ছুড়ে ফেলে দিল বাবা (Father)। খাল থেকে উদ্ধার কিশোরীর নিথর দেহ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে গুজরাটের নর্মদা খালে। প্রথমে দুর্ঘটনা বলে চালালেও পুলিশের হাতে শেষমেশ ধরা পড়ল অভিযুক্ত।
মেয়েকে খালে ছুড়ে ফেলে দিল বাবা, ভয়ে মুখে কুলুপ মায়ের
জানা গিয়েছে মূল অভিযুক্তের নাম বিজয় সোলাঙ্কি। তার স্ত্রীর নাম অঞ্জনা সোলাঙ্কি। গত ১০ জুন দুই মেয়েকে নিয়ে স্থানীয় এক মন্দিরে গিয়েছিল এই দম্পতি।ফেরার পথে আচমকাই বচসায় জড়ায় দম্পতি। কেন পরপর কন্যা সন্তানের জন্ম হল? এই নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় বিজয়। বচসা চলতে চলতে আচমকাই মেয়ে ভূমিকাকে খালে ছুড়ে ফেলে দেয় বিজয়। চোখের সামনে এই ঘটনা দেখে হতবাক হয়ে যান অঞ্জনা। এরপর ভয় দেখিয়ে অঞ্জনার মুখ বন্ধ করে রাখে বিজয়। পুলিশকে তারা জানায়, মাছ দেখতে গিয়ে খালে পড়ে গিয়েছে ভূমিকা। ওই খাল থেকে উদ্ধার হয় ভূমিকার দেহ। এই ঘটনার কিছুদিন পর নিজের এক আত্মীয়কে গোটা ঘটনা জানায় অঞ্জনা। তিনিই পুলিশকে সমস্তটা জানান। এরপরই খুনের দায়ে বিজয়কে গ্রেফতার করে পুলিশ।
পরপর কন্যা সন্তান, রাগে মেয়েকে খালে ছুড়ে ফেলে দিল বাবা
Man Takes 7-Year-Old Daughter To See Fish, Pushes Her Into A Canal In Gujarathttps://t.co/LPDbxMkTJF pic.twitter.com/Sm2cyExN5G
— NDTV (@ndtv) July 16, 2025