নয়াদিল্লিঃ সামান্য আলো (Light) বন্ধ করা নিয়ে বচসার জের। সহকর্মীকে মাথায় ডাম্বেল দিয়ে মেরে খুনের (Murder) অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু ৪১ বছরের ওই ব্যক্তির। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) ডেটা ডিজিটাল ব্যাঙ্ক নামে এক বেসরকারি সংস্থার অফিসে। মূলত সিনেমার শুটিংয়ের প্রতিদিনের ভিডিয়ো সংরক্ষণের কাজ করে। নাইট শিফটেও লোকজন কাজ করেন এখানে।
অফিসের মধ্যে সহকর্মীর হাতে খুন ৪১ বছরের এক ব্যক্তি
পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম ভীমেশ বাবু। বয়স ৪১ বছর। বেঙ্গালুরুর চিত্রদুর্গ জেলার বাসিন্দা। ঘটনার দিন নাইট শিফটে ছিলেন তিনি। আলো জ্বালানো নিয়ে সহকর্মী সোমালা বংশীর সঙ্গে বচসা বাঁধে তাঁর। বচসা চরমে পৌঁছলে ভীমেশের কপালে ডাম্বেল দিয়ে আঘাত করে সমালা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভীমেশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর নিজেই গোবিন্দরাজ নগর থানায় আত্মসমর্পণ করে সোমালা। খুনের দায়ের তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নাইট শিফটে আলো জ্বালানো নিয়ে বচসা, সহকর্মীকে ডাম্বেল দিয়ে মেরে খুন যুবকের
Man Kills Co-Worker With Dumbbell After Fight Over Light Switch In Bengaluru https://t.co/nEzF1ofO90 pic.twitter.com/xemZ6XJDRG
— NDTV (@ndtv) November 1, 2025