নয়াদিল্লিঃ বাবা-মায়ের সঙ্গে মিলে স্ত্রীকে (Wife) নৃশংসভাবে খুন (Murder)। দেহ স্যুটকেসে ভরে ফেলা হল রাস্তার ধারে। গৃহবধূকে হত্যার অপরাধে স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ ছয় জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি গ্রামে। মৃতার নাম কবিতা। বয়স ২৫। সাগর নামে এক যুবকের সঙ্গে প্রেম কওরে বিয়ে করেন তিনি। বিয়ের পর কিছুদিন কর্মসূত্রে দিল্লিতে থাকত এই দম্পতি। দিল্লিতে থাকাকালীন সব ঠিকঠাকই ছিল। গ্রামের বাড়িতে ফিরে আসতেই শুরু হয় অশান্তি। শ্বশুর-শাশুড়ির সঙ্গে বনিবনা হচ্ছিল না তাঁর। দিনরাত বচসা লেগেই থাকত।
শ্বশুরবাড়িতে খুন বধূ, স্যুটকেস থেকে উদ্ধার দেহ
অভিযোগ, কবিতাকে শারীরিক ও মানসিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। কোনওরকম প্রতিবাদ করত না স্বামী। আসল ঘটনার সূত্রপাত গত ৯ জুন। এদিনও কবিতার উপর চড়াও হয় শ্বশুর-শাশুড়ি। চলতে থাকে কথা কাটাকাটি। বচসা চরমে পৌঁছলে কবিতার গলায় ধারাল অস্ত্রের কোপ দেওয়া হয়। মৃত্যু হয় তাঁর। এরপর স্ত্রীয়ের দেহ লোপাট করতে বাবা-মাকে সাহায্য করে স্বামী। দেহ স্যুটকেসে ভরে ফেলে আসা হয় নির্জন একটি জায়গায়। পরের দিন সকালে সেখান থেকেই উদ্ধার হয় কবিতার দেহ। তদন্তে নেমে প্রথম মৃতার স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। এরপর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় শ্বশুরবাড়ির আরও তিন সদস্যকে।
পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Ghaziabad Shocker: Man Helps Family Kill Wife, Stuff Body in Suitcase and Dump It on Roadside in UP’s Loni Area; 6 Arrested#UttarPradesh #Ghaziabad #Murder
— LatestLY (@latestly) June 16, 2025
Read: https://t.co/yrH8IapIAf
— LatestLY (@latestly) June 16, 2025