ভাস্কর ও শ্রুতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ মত্ত অবস্থায় বাড়ি ফিরেছিলেন স্বামী (Husband)। সেই রাগে তাঁকে পেটাতে পেটাতে মেরেই ফেললেন স্ত্রী(Wife)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুর (Bengaluru) সুদ্দগুন্টে পাল্যারে। নিহত ব্যক্তির নাম ভাস্কর। বয়স ৪২। অভিযুক্ত স্ত্রীয়ের নাম শ্রুতি। ইতিমধ্যেই স্বামীকে খুনের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, গত ২৭ জুন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ভাস্কর নামে ওই ব্যক্তি। স্ত্রী শ্রুতির অভিযোগ, বিগত দু'মাস ধরে বাড়ি ফেরেননি ভাস্কর। দুই সন্তান ও এক পরিচারিকাকে নিয়ে ভবানীনগরের বাড়িতে একাই ছিল স্ত্রী। এদিন সেখানেই হাজির হয় ভাস্কর। শ্রুতির অভিযোগ, আকণ্ঠ মদ্যপান করেছিলেন ভাস্কর। সেই অবস্থায় গাড়ি নিয়ে বেরতে চান তিনি। শ্রুতি তাঁকে বাধা দিলে ক্ষেপে যান ভাস্কর। স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

মদ্যপ স্বামীকে পিটিয়ে খুন স্ত্রীর, গ্রেফতার তরুণী

শুধু তাই নয়, এরপর তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন বলেও স্ত্রীর অভিযোগ। তাঁকে সামলাতে না পেরে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে শ্রুতি। মাটিতে লুটিয়ে পড়েন ভাস্কর। সেখানেই মৃত্যু হয় তাঁর।যদিও প্রথমে স্বামীকে মারধরের কথা স্বীকার করেনি শ্রুতি। প্রথমে পুলিশকে সে জানায়, বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ভাস্করের। পরে পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে সমস্তটা জানায় সে। এরপরই ভাস্করের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, ভাস্করের পাঁজরে গুরুতর আঘাত রয়েছে। শরীর থেকে রক্তক্ষরণ ও মানসিক আঘাতের কারণেই মৃত্যু। এরপর পুলিশকে শ্রুতি আরও জানান, বাড়ি ভাড়ার টাকায় সংসার চলত তাদের। কিন্তু সব টাকা মদ্যপান করে উড়িয়ে দিতেন ভাস্কর। দুই সন্তানকে নিয়ে কীভাবে বাঁচবেন তা দিনরাত ভাবর শ্রুতি। মাঝেমধ্যেই মদ্যপান করে বাড়ি ফিরে মানসিক অত্যাচার চালাতেন ভাস্কর। আর তাঁর এই অত্যাচার আর মেনে নিতে পারছিল না শ্রুতি।

সংসারে মন নেই, দিনরাত মদ্যপান, রাগের বশে স্বামীকে পিটিয়ে খুন স্ত্রীর