Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ নিট পরীক্ষায় (NEET Exam)কম নম্বর পেয়েছে মেয়ে। রাগে পাথর (Stone) কাটার মেশিনের হাতল দিয়ে বেধড়ক মার। বাবার মারের জেরে অকাল মৃত্যু ১৭ বছরের নাবালিকার। মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলি জেলার নেলকারাঞ্জি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম ধন্দিরাম ভোসালে। পেশায় স্কুল শিক্ষক। তাঁর মেয়ের নাম সাধনা। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত সাধনা। আর তাই নিট পরীক্ষায় বসা।

বাবার মারের চোটে মৃত্যু নাবালিকা মেয়ের, গ্রেফতার বাবা

এই প্রথম নিট পরীক্ষা দেয় সে। কিন্তু প্রথমবার ভাল ফল না হওয়ায় চটেন বাবা। মেয়েকে বকাবকি শুরু করেন। মারধরও করেন। এরপরই বাবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে মেয়ে সাধনা। আর তাতেই চটেন শিক্ষক বাবা। হাতের সামনে থাকা পাথর কাটার মেশিনের হাতল দিয়েই মেয়েকে বেধড়ক মারেন তিনি। ব্যথায় ছটপট করতে থাকে মেয়ে। চিকিৎসা না করিয়ে বাড়িতেই ফেলে রাখা হয় সাধনাকে। এরপরই মৃত্যু হয় তার। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, শরীরে একাধিক ক্ষতের কারণে মৃত্যু। এরপরই পুলিশের দ্বারস্থ হন মৃতার মা। স্বামীর বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই বাবা ধন্দিরামকে গ্রেফতার করে পুলিশ।

নিট পরীক্ষায় আশানুরূপ ফল না করায় মেয়েকে বেধড়ক মারধর, বাবার মারের চোটে মৃত্যু নাবালিকার