বাঁকুড়া: রেশন কার্ডে (Ration card) শ্রীকান্ত কুমার দত্তর (Srikant Kumar Dutta) বদলে প্রিন্টিং মিসটেকের (Printing mistake) জেরে এসেছে শ্রীকান্ত কুমার কুত্তা (Srikant Kumar Dutta)। অনেকবার চেষ্টা করেও তা পরিবর্তন (change) করা যায়নি। তার বদলে পালটে গেছে ওই ব্যক্তির ব্যবহারের ধরন। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের (West Bengal) বাঁকুড়া (Bankura) জেলায়। জানা গেছে, নিজের নামের উপাধি (surname) বহুবার পরিবর্তন করার চেষ্টা করেও সক্ষম হননি তিনি। তাই বদলে ফেলেছে নিজের আচরণই (behavior)।

সম্প্রতি একটি ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হয়েছে। যাতে শ্রীকান্ত নামের ওই ব্যক্তিকে রাস্তার উপরে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও (BDO)-এর গাড়িকে দাঁড় করিয়ে  কুকুরের (Dog) মতো চিৎকার ও ব্যবহার করতে দেখা যাচ্ছে। যা দেখে হেসে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা। অনেকে আবার ওই ব্যক্তির ব্যবহারকে সরকারের মুখে সজোরে চড় মারার বা প্রতিবাদের নতুন উপায় বলেই মনে করছেন।