নয়াদিল্লি: ভেজাল দুধ (Adulterated Milk) তৈরিতে ব্যবহৃত অক্সিটোসিন ইনজেকশনসহ (Oxytocin Injections) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এক হাজারের বেশি বোতল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেআইনিভাবে অক্সিটোসিন ইনজেকশন তৈরির অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অক্সিটোসিন দুগ্ধজাত গবাদি পশুদের দুধ উৎপাদন বাড়াতে ব্যবহার করা হয় এবং গবাদি পশুর পাশাপাশি সেই দুধ পান করা মানুষের উপরও এর বিরূপ প্রভাব পড়ে।
ক্রাইম ইউনিটের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অজিত শিন্ডে জানিয়েছেন, একটি তথ্যের ভিত্তিতে পুলিশ কল্যাণ শহরে একটি প্রাঙ্গণে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ ১.৫৯ লক্ষ টাকা মূল্যের অক্সিটোসিন ওষুধের ১০৬৭টি লেবেলবিহীন বোতল এবং ইনজেকশন তৈরিতে ব্যবহৃত অন্যান্য জিনিষপত্র উদ্ধার করেছে।