নয়াদিল্লিঃ ফের শিরোনামে পুরীর জগন্নাথ মন্দির(Puri Jagannath Temple)। এবার মন্দিরে অনাচারের অভিযোগ। ঘটনা জানাজানি হতেই শোরগোল সৈকত নগরীতে। গোপনে মন্দিরের ছবি তুলতে গিয়ে ধরা পড়লেন যুবক। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, চশমার মধ্যে স্পাই ক্যামের মাধ্যমে মন্দিরের ভিতরের ছবি তোলার চেষ্টা করছিলেন ওই যুবক। ধৃত যুবকের নাম অভিশিত কর। ভুবনেশ্বরের বাসিন্দা তিনি।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মন্দিরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর আচরণ দেখে প্রথমে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। এরপর তাঁকে ভাল করে পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা। আর তাতেই বেরিয়ে আসে আসল সত্য।
পুরীর জগন্নাথ মন্দিরে ফের অনাচার, স্পাই ক্যাম সহ ধরা পড়ল যুবক
দেখা যায়, মোটা চশমার ফ্রেমের ভিতরে আটকানো স্পাই ক্যাম। যে ক্যাম দিয়ে লাইভ সম্প্রচারও সম্ভব। এরপরই তাঁকে আটক করা হয়। যদিও ধৃত যুবকের দাবি, তিনি কোনও অপরাধ করেননি। এই ছবি তোলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ। মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না মন্দির প্রাঙ্গণে।
পুরীর জগন্নাথ মন্দিরে স্পাই ক্যাম-সহ ধরা পড়ল যুবক, কী উদ্দেশ্য? শুরু তদন্ত
Man arrested for secretly filming inside Puri Jagannath Temple using spy glasses#latest #vanakkammalaysia #Man #arrested #secretly #filming #inside #PuriJagannathTemple #using #spyglasses #trendingnewsmalaysia #malaysiatamilnews #fyp #vmnews #foryoupage pic.twitter.com/z01SB0fizA
— Vanakkam Malaysia (@vmnews) July 31, 2025