নয়াদিল্লিঃ সম্পর্ক (Relationship) ভাঙতেই প্রতিশোধ! প্রাক্তন প্রেমিকার (Ex Girlfriend) আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ায়। জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ সধীম। বয়স ২৩। অভিযোগ, সম্পর্কে থাকাকালীন তরণীর কিছু আপত্তিকর ছবি যুবকের ফোনে ছিল। সম্পর্ক ভেঙে গেলেও সে সব ব্যক্তিগত ছবি নিজের কাছে রেখে দিয়েছিল যুবক। সম্পর্কে তিক্ততা আসতেই সে সব ছবি দেখিয়ে তরুণীকে হুমকি দিতে থাকে যুবক। এরপর প্রাক্তন প্রেমিকার নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ওই যুবক।
সম্পর্ক ভাঙতেই প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে ষড়যন্ত্র, গ্রেফতার যুবক
শুধু তাই নয় ইনবক্সে নিজের বন্ধুদের সে সব ছবি পাঠাতেন তিনি। ঘটনা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, পানাজি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধান (বিএনএস) ৭৯ এবং ৩৫৬ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
সম্পর্ক ভাঙতে প্রতিশোধ, প্রাক্তন প্রেমিকার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াল যুবক
Man Arrested For Leaking Ex-Girlfriend's Private Photos After Breakup: Cops https://t.co/iw5OAvyiLO pic.twitter.com/AhqkvScdtU
— NDTV (@ndtv) September 28, 2025