নয়াদিল্লিঃ অন্যত্র বিয়ে ঠিক হয়েছে প্রেমিকার(Girlfriend)। আর তা মেনে নিতে না পেরেই প্রেমিকাকে (Boyfriend) নৃশংসভাবে খুন (Murder) প্রেমিকের। তরুণীর শরীরে ২০ টি ক্ষতের দাগ। খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে, ওড়িশার (Odisha) বেহরামপুরে। অভিযুক্ত ব্যক্তির নাম অভয় কুমার মোহারানা। বেহেরামপুরের লাঞ্জিপল্লি এলাকার বাসিন্দা। সরকারি সংস্থায় কাজ করত সে। গত তিনমাস ধরে সেই কাজ হারিয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিল সে। অন্যদিকে মৃতার নাম প্রিয়া। একটি বেসরকারি হাসপাতালে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি।
প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক, গ্রেফতার যুবক
মঙ্গলবার,বেহরামপুরের নিউ বাসস্ট্যান্ড এলাকার একটি লজে প্রেমিকাকে ডেকে পাঠায় ওই যুবক। প্রেমিকের কথামতো সকাল ১১ টা নাগাদ হোটেলে আসেন প্রিয়া। কিছুটা সময় কাটান তাঁরা। এরপরই প্রিয়ার উপর চড়াও হয় অভয়। ২০ টি কোপ মারা হয় প্রিয়াকে। এরপর নিজেই প্রেমিকাকে নিয়ে হাসপাতালে ছোটে অভয়। হাসপাতালেই মৃত্যু হয় প্রিয়ার। এরপর গোসানিনুয়াগাঁও থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভয়।
কী কারণে খুন? পুলিশ জানিয়েছে, অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল প্রিয়ার। বিয়েতে রাজিও হন প্রিয়া। প্রেমিকার এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই প্রেমিকাকে খুন করে অভয়। পরিকল্পনা করেই এই খুন বলে দাবি পুলিশের। আগেই ছুরি কিনে রেখেছিল অভয় এমনটাই জানিয়েছে পুলিশ।
হোটেলে ডেকে প্রেমিকাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ প্রেমিকের
A 22-year-old man allegedly stabbed his 20-year-old girlfriend to death at a guest house in #Berhampur. The incident occurred at the Pushpanjali Guest House near Bus Stand in the city’s Vaidyanathpur area on Tuesday. #OmmcomNews #Odisha https://t.co/zQY4iecMoY
— Ommcom News (@OmmcomNews) July 2, 2025