নৃত্যশিল্পী পূজা দেবীদাস গাইকোয়াদ (ছবিঃX)

নয়াদিল্লিঃ মহারাষ্ট্রে (Maharashtra)ব্যবসায়ীর (Businessman)রহস্যজনক মৃত্যু। ড়ির ভিতরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার দেহ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার নৃত্যশিল্পী পূজা দেবীদাস গাইকোয়াদ। জানা গিয়েছে, ঘটনাটি সোলাপুর জেলার বারশি তালুকার সাসুরে গ্রামে। মৃত ব্যবসায়ীর নাম গোবিন্দ জগন্নাথ বারগে। বয়স ৩৮। তিনি বিবাহিত এবং তাঁর দুইটি সন্তান রয়েছে। পুলিশ সূত্রে খবর, পূজা নামে ওই তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান গোবিন্দ। পূজা সাসুরে গ্রামের বাসিন্দা। পূজাকে উপহার হিসেবে সোনার গয়না, দামী ফোন ইত্যাদি দিতেন ওই ব্যবসায়ী। কিন্তু তাঁদের মধ্যে বেশিরভাগ সময়ই বচসা লেগে থাকত।

মহারাষ্ট্রে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

সোমবার রাতে গোবিন্দ পূজার বাড়ির দিকে গাড়ি চালিয়ে যান এমনটাই খবর। এরপরই গাড়ির মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ব্যবসায়ীয়ের পরিবারের অভিযোগ, পূজা গাইকোয়াদ বারবার গোবিন্দকে অর্থের জন্য ব্ল্যাকমেল করতেন। সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় গোবিন্দকে ধর্ষণের মিথ্যা মামলার হুমকি দিত পূজা। এই সব নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই ব্যবসায়ী। এছাড়া নিত্যদিন মোটা টাকা দাবি করত পূজা, তা আর দিয়ে উঠতে পারছিলেন না গোবিন্দ নামে ওই ব্যবসায়ী।  ইতিমধ্যেই পূজাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।

গাড়ির ভিতর থেকে উদ্ধার বিবাহিত ব্যবসায়ীর রক্তাক্ত দেহ, গ্রেফতার প্রেমিকা