নয়াদিল্লিঃ মহারাষ্ট্রের (Maharashtra)লাতুরে (Latur) হাড়হিম করা ঘটনা। ৭০ বছরের নিখোঁজ বৃদ্ধার খোঁজ করতে গিয়ে উঠে এল আর এক কাণ্ড। আখের ক্ষেত থেকে মহিলার উদ্ধার দেহ। আর এরপরই বাড়ি থেকে খানিক দূরে উদ্ধার হল ছেলের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃদ্ধাকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে ছেলে। পুলিশ সূত্রে খবর, নিহত বৃদ্ধার নাম লক্ষ্মীবাই ঘুঘে। তাঁর ছেলের নাম বাবন ঘুঘে। কৃষিজমি বিক্রি নিয়ে কয়েকদিন ধরেই মা লক্ষ্মীবাইয়ের সঙ্গে বিবাদ লেগেছিল ছেলের। জমি বিক্রি করে তাকে টাকা দেওয়ার জন্য জোর করত বাবন। কিন্তু তাতে রাজি ছিলেন না লক্ষ্মীবাই। এই নিয়ে মাঝেমধ্যেই ছেলের সঙ্গে বচসা বাঁধত তাঁর, এমনটাই স্থানীয় সূত্রে খবর।
মাকে খুন করে আত্মঘাতী ছেলে
গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন লক্ষ্মীবাই। গ্রামবাসীরা তাঁকে খোঁজাখুঁজিও শুরু করে। গ্রামবসীদের সন্দেহতালিকার প্রথমেই ছিল ছেলে বাবন। লক্ষ্মীবাইকে খুঁজতে আখক্ষেতে খোঁড়াখুঁড়ি শুরু করে গ্রামবাসীরা। একথা জানতে পেরেই গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বাবন। পরে রেনাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আখক্ষেত থেকে উদ্ধার মায়ের দেহ, জানাজানি হতেই গলার ফাঁস দিয়ে আত্মঘাতী ছেলে
Maharashtra Man Murders Mother Over Farmland Dispute, Then Kills Self https://t.co/P8sUG2DJKR pic.twitter.com/dKu1DO39m6
— NDTV (@ndtv) August 9, 2025