পালঘর, ১৬ মেঃ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল যুগলের মৃতদেহ। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার অন্তর্গত তালাসারি গ্রামে এক গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মিলেছে যুগলের দেহ। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, একই এলাকায় থাকতেন ওই মৃত যুবক এবং যুবতী। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল।
আরও পড়ুনঃ দিদার বাড়ি ঘুরতে গিয়ে তুতো দাদার যৌন নিগ্রহের শিকার ৮ বছরের নাবালিকা
মৃত যুবকের বয়স ১৯ এবং যুবতীর বয়স ২০। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর একটি মামলা রজু করেছে পালঘর থানার পুলিশ। মৃতদের পরিবারের বয়ান গ্রহনের পর তদন্ত এগিয়ে নিয়ে যাবে বলে জানানো হয়েছে পুলিশ আধিকারিকের তরফে।