CM Eknath Shinde announces Rs 5 lakh ex gratia, free treatment for injured (Photo Credits: ANI)

মুম্বই, ১ জুলাইঃ ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra Bus Accident)। শনিবার মাঝরাতে যাত্রী বোঝাই বাসে হঠাৎই আগুন লাগে। নাগপুর থেকে পুনে যাত্রা করছিল ওই বাসটি। বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে বাসটির একটি টায়ার ফেটে যায়। যার জেরে যাত্রী বোঝাই বাস মাঝ রাস্তায় উলটে পড়ে। টায়ার বিস্ফোরণে ফলে আগুন জ্বলে ওঠে। সেই আগুন বাসের ডিজেল ট্যাঙ্কটিও ধরে নেয়। নিমেষে দাউ দাউ করে জ্বলে ওঠে আস্ত বাস। মৃত্যু হয়েছে বহু যাত্রীর। দুর্ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান (Maharashtra CM Eknath Shinde), বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

পুলিশ আধিকারিক সূত্রে খবর, শুক্রবার রাত দেড়টা নাগাদ সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। চোখের সামনে জ্বলে ওঠে আস্ত যাত্রী বোঝাই বাস। ভিতরেই আটকে পড়েন সমস্ত যাত্রীরা। ওই বাসে মোট ৩৩ জন যাত্রা করছিলেন বলে জানা গিয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২৬ জন বাস যাত্রীর। গুরুতর আহত হয়েছেন বাসের বাকি যাত্রীরা। মৃতদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছায় মুম্বই পুলিশ (Mumbai Police))। এবং দমকলের ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। বাসের ভিতর থেকে মৃতদেহ এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বুলধানা সিভিল হাসপাতালে। আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার, জানালেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে শিন্ডে (Maharashtra CM Eknath Shinde) জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারদের পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবাদ দেওয়া হবে।