Maharashtra Bureaucrat's son Case (Photo Credits: X)

মুম্বই, ১৫ ডিসেম্বরঃ বান্ধবীকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের (Maharashtra) এক আমলা পুত্রের বিরুদ্ধে। মহারাষ্ট্রের এক শীর্ষ আমলা (Maharashtra Bureaucrat's Son) অনিল কুমার গায়কোয়াড়ের পুত্র অশ্বজিৎ গায়কোয়াড় নিজের বিরুদ্ধে ওঠা খুনের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। উলটে পুরো ঘটনাটিকে তাঁর থেকে অর্থ আদায়ের চেষ্টা বলে দাবি করলেন।

আরও পড়ুনঃ গাড়ি চাপা দিয়ে বান্ধবীকে খুনের চেষ্টা আমলা-পুত্রের, মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়ে শাস্তির দাবি

আমলা পুত্রের পাশাপাশি অশ্বজিৎ গায়কোয়াড় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার থানে (Thane) বিভাগের সভাপতিও বটে। দুর্ঘটনায় গুরতর জখম প্রিয়া উমেন্দ্র সিংয়ের সঙ্গে নিজের সম্পর্ক অস্বীকার করে পুলিশকে জানিয়েছেন, তিনি এবং প্রিয়া কেবল বন্ধু ছিলেন। পুলিশকে দুর্ঘটনার বর্ণনা দিয়ে আমলা পুত্র বলেন, 'ঘটনার দিন মদ্যপ অবস্থায় হোটেলে আসেন প্রিয়া, সেখানে আমি একটি পারিবারিক অনুষ্ঠানে যুক্ত ছিলাম। আমায় সে জোর করে তাঁর সঙ্গে কথা বলার জন্যে। আমি কথা বলতে চাইছি না দেখে আমায় গালিগালাচ শুরু করে। আমার বন্ধুরা বিষয়টিতে হস্তক্ষেপ করলে প্রিয়া তাঁদেরও অপমান করে। এরপর সেখান থেকে চলে আসার জন্যে আমি গাড়িতে উঠি। আমার ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই প্রিয়া আমার গাড়ির সামনে এসে পড়ে যায়। এই দুর্ঘটনা একেবারেই ইচ্ছাকৃত ছিল না'।

তাঁর আরও সংযোজন, 'এই সমস্ত অভিযোগ আসলে আমার থেকে টাকা আদায়ের চেষ্টা। আমি আগেও ওকে টাকা দিয়েছি। সেই সব প্রমাণ রয়েছে আমার কাছে'।

আরও পড়ুনঃ গভীর রাতে নাগপুরে সাংঘাতিক দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় বলি ৬

গত ১১ ডিসেম্বর বিউটিশিয়ান বান্ধবীকে এসইউভির (SUV) নীচে চাপা দেওয়ার অভিযোগ ওঠে আমলা পুত্র অশ্বজিৎ গায়কোয়াড়ের বিরুদ্ধে। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন প্রিয়া উমেন্দ্র নামের বছর ২৬-এর ওই তরুণী। এরপরেই নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে প্রিয়া ওই ভয়াবহ ঘটনার বিবরণ দেন। কীভাবে তিনি জখম হয়েছেন এবং অশ্বজিৎ তাঁকে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ করেন প্রিয়া। বর্তমানে গুরুতর জখম অবস্থায় প্রিয়ার চিকিৎসা চলছে হাসপাতালে।