নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে উত্তাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। কিন্তু দুঃখের বিষয় এসবের মধ্যেও প্রায় প্রতিদিনই মেয়েদের যৌন হেনস্থার খবর উঠে আসছে। এবার মহারাষ্ট্রের নান্দেদের একটি প্রাইভেট কোচিং সেন্টারের এক শিক্ষকের বিরুদ্ধে ১৬ বছর বয়সী নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।তাঁরা বিক্ষোভ দেখিয়ে কোচিং সেন্টারে ভাঙচুর (Coaching Centre Vandalise) করেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং পকসো আইনে মামলা দায়ের করেছে। ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে। নান্দেদের প্রাইভেট কোচিং সেন্টারে এই ঘটনার জেরে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে । অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানুষ। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।