Durga In Mahalaya (Photo Credit: Instagram)

আর কয়েকদিন পরেই দেবীপক্ষের সূচনা, সেই সকালে বাঙালির ঘুম ভাঙ্গবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনে।তবে কানটা রেডিওর দিকে থাকলে বাঙালির চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। মায়ের আগমন মানেই ছোটপর্দায় তোড়জোড় শুরু মহালয়ার (Mahalaya- TV Channels) অনুষ্ঠানের। মহিষাসুরমর্দিনীর কাহিনিকে পর্দায় তুলে ধরতে জোর প্রস্তুতি চ্যানেলে চ্যানেলে। কিন্তু প্রতি বছরই মহালয়ার আগে সকলের মনে প্রশ্ন ওঠে - টিভির পর্দায়  কে হবেন এবারের মহিষাসুরমর্দিনী?

এবার সেই প্রশ্নের জবাব পাওয়া গেল চ্যানেল গুলির মহালয়ার প্রোমোতে। টেলি মিডিয়া সূত্রের খবর এবার  সান বাংলার 'অকাল বোধন'-এ দেবী রূপে ফিরছেন পায়েল দে।

জি বাংলার মহালয়ায় দুর্গা রূপে এবার ইধিকা পালকে দেখা যাবে। স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আর ‘টেলি দুর্গা প্রোডাকশনস’ এ মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে।

স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে দেবী দুর্গা হয়েছেন কোয়েল মল্লিক- 

স্টার জলসা চ্যানেলে এবারেও দেবী দুর্গা হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ইতিমধ্যেই স্টার জলসার মহিষাসুরমর্দিনীর যে প্রোমো সামনে এসেছে। পঞ্জিকা মতে, এবছর দেবীর আগমন হবে গজে। জলসার মহালয়ার প্রোমোতে দেখা গিয়েছে যে, প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে একটা রুক্ষ-শুষ্ক অঞ্চলে বেশ কিছু শকুন বসে। অর্থাৎ মানবজীবন বিপর্যস্ত। মৃত্যুর হাতছানি চারদিকে। এরপরই শুকনো মরুতে নূপুর পরা আলতা রাঙা দেবীর চরণ। দেবীর চরণ স্পর্শে সেই শুকনো মাটি হয়ে ওঠে সুজলা সুফলা শস্য শ্যামলা। তারপর দেখা যায় গজরাজ অর্থাৎ হাতির পা। আবহ থেকে একটি কন্ঠে শোনা যায়, ‘মা আসছেন গজে, নিয়ে আসছেন শান্তির আশীর্বাদ।’

কোয়েলের পাশাপাশি, শিব হিসেবে থাকবেন বাংলার এই মুহূর্তে পরশুরাম ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসু আর সঙ্গে দ্বিতীয়বার অসুর হতে চলেছেন ধ্রুবজ্যোতি সরকার।  এমনটাই কানাঘুষো। পিলু থেকে শুরু করে মিঠাই- নেতিবাচক চরিত্রে বরাবরই দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন ধ্রুব। এখন দেখার সত্যিই তিনি অসুর হিসেবে আরও একবার মহালয়া করেন কি না?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, ‘জাগো মা জাগো দুর্গা’। ভিডিয়োতে দেখা গিয়েছে যে নারীদের উপর হওয়া অত্যাচারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মা দুর্গা। ভিডিয়োর ভয়েজওভার বলছে, ‘যখনই দিকে দিকে লাঞ্ছিত হয় নারী, তখনই মাতৃষক্তির আবির্ভাব হয় তার সংহারকারিণী রূপে! আসছে ‘জাগো মা জাগো দুর্গা’ শুধুমাত্র জি বাংলার পর্দায়!’মহিষাসুরমর্দিনী রূপে জি বাংলায় থাকছেন ‘জগদ্ধাত্রী’ ওরফে জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। সেই নিয়ে হইচই কাণ্ড পড়ে গেছে তাঁদের ভক্তদের। কে হবে সেরা। কোন চ্যানেল (Mahalaya- TV Channels) দেখাবে টিআরপি-তে ম্যাজিক।

 

 

গত বছর জি বাংলায় মহালয়ার শো-তে দেবী দুর্গা হিসেবে দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে ইধিকা এই প্রথম। বলা ভালো, সাফল্যের সপ্তমে রয়েছেন এখন দেবের নায়িকা। ছোট পর্দা দিয়ে শুরুটা হলেও, এখন বড় পর্দায় রাজত্ব করছেন ইধিকা। খাদান দিয়ে ভারতীয় সিনেমায় অভিষেক, যদিও সিনেমায় হাতেখড়ি হয়েছিল বাংলাদেশের নায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা দিয়ে। আপাতত দুটো ছবি রয়েছে ইধিকার পাইপলাইনে। আর দুটোই দেবের বিপরীতে। একটি হল প্রজাপতি ২, আর অপরটি রঘু ডাকাত।

 

TV9 বাংলার একটি প্রতিবেদন অনুসারে এবার নাকি ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এর মহিষাসুরমর্দ্দিনীতে শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাবে দুর্গারূপে। ২০২১ সালে 'টেলি দুর্গা প্রোডাকশনস’ ‘আগমনী আড্ডা’র আয়োজন করেছিল সেখানে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল দে, মালবিকা সেনের মতো শিল্পীদের দেখা মিলেছিল।এরপর ২০২৩-এ এই আড্ডায় উপস্থিত ছিলেন সোনামণি সাহা, দিব্যজ্যোতি দত্ত, সুদীপ মুখোপাধ্যায়রা। তারপর ২০২৪-এ ‘টেলি দুর্গা প্রোডাকশনস’ নিয়ে আসে তাদের প্রথম ‘মহিষাসুরমর্দ্দিনী’। সেখানে দুর্গারূপে দেখা মিলেছিল পর্দার 'রাইপূর্ণা' আরাত্রিকা মাইতির। আর এবার খবর এই অনুষ্ঠানেই মহিষাসুরমর্দ্দিনীর রূপে ধরা দিতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য। এখানে দেবীর বিভিন্নরূপে দেখা যাবে তাঁকে।