নয়াদিল্লিঃ ফের শিরোনামে নীল ড্রাম(Blue Drum)। তবে এবার নীল ড্রাম থেকে মিলল মহিলার হাত-পা বাঁধা পচাগলা দেহ। গোটা এলাকায় ছড়াল চাঞ্চল্য।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম লক্ষ্মীতা চৌধুরী। নীল ড্রাম থেকে উদ্ধার হয় তাঁর দেহ। মহিলার পরনে ছিল গরবা নাচের পোশাক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,বন্ধুর হাতে নৃশংসভাবে খুন হন তিনি। নীল ড্রামে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। এই সম্পর্কে আপত্তি ছিল তাঁর বন্ধু মনোজের। সেই লক্ষ্মীতাকে খুন করে। সোমবার কলেজের ইদ্দেশে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজ করেও তাঁর হদিশ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। দিন কয়েক পরেই মনোজের বাড়ি থেকে দুর্গন্ধ বের হয়। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর মনোজের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মৃতদেহটি। জানা যায়, লক্ষ্মীতাকেক ভালবেসে ফেলেছিল মনোজ। কিন্তু অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন লক্ষ্মীতা। আর সেটা কিছুতেই মানতে পারেনি সে। শেষমেশ তাঁকে খুনের পরিকল্পনা করে সে।
ত্রিকোণ প্রেমের বলি, নীল ড্রাম থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ
Woman's Body, Hands And Legs Tied, Found In Blue Drum. "Friend" Drowned Her https://t.co/K0YxOOH8XY pic.twitter.com/HR0siBcJdI
— NDTV (@ndtv) October 3, 2025