Representational image (Photo Credit: ANI)

ভোপাল: প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একটি দলিত পরিবারের (Dalit Family) তিন সদস্যের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দামোহ (Damoh) জেলায়। ওই পরিবারের আরও একজন সদস্য গুরুতর জখম অবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসারত। এদিকে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের (High Level Probe) নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে দামোহ জেলার দেওরান গ্রামের দুই প্রতিবেশী প্যাটেল ও আহিরওয়ার পরিবারের মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হয়। জগদীশ প্যাটেল ও তাঁর স্ত্রী অভিযোগ করে যে, তাঁদের প্রতিবেশী মানাক আহিরওয়ার জগদীশের স্ত্রীকে যৌন হেনস্থা করেছে। কিছুক্ষণ গণ্ডগোলের পর বিষয়টি মিটে গেলেও রাতে ফের পরিবারের পুরুষ সদস্যদের নিয়ে আহরিওয়ার পরিবারের উপর চড়াও হন জগদীশ। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এর ফলে মানাক আহিরওয়ার, তাঁর বাবা ঘামান্ডি আহিরওয়ার (৬০) ও মানাকের মা রাজপেয়ারি (৫৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। আর মানাকের এক ভাই মহেশ আহিরওয়ার গুরুতর জখম হন। পরে তাঁকে দামোহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকেই পুরো প্যাটেল পরিবার নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তবে পুলিশের তরফে জগদীশ প্যাটেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এপ্রসঙ্গে দামোহ জেলার পুলিশ সুপার ডি আর টেনিওয়ার জানান, ওই গ্রামে জগদীশ প্যাটেল একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। মাঝে মধ্যেই তার সঙ্গে অন্যদের গণ্ডগোল হওয়ার খবর পাওয়া যেত। এই ঘটনায় ৩০ বছরের মানাক আহিরওয়ার জগদীশ প্যাটেলের স্ত্রীকে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি একথাও জানা গেছে যে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে আগে থেকে গণ্ডগোল ছিল। বর্তমানে মূল অভিযুক্ত জগদীশকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে। বাকি ৬ জন অভিযুক্তের সন্ধানে চারিদিকে তল্লাশি চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি তাঁদের গ্রেপ্তার করা হবে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের বিজেপি (BJP) সরকারকে তোপ দেগেছে বিরোধী দল কংগ্রেস (Congress) ও বহুজন সমাজ পার্টি (BSP)। রাজ্যের কংগ্রেস প্রধান কমল নাথ প্রশাসনের প্রবল সমালোচনা করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কটাক্ষ করেছেন। অন্যদিকে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী এই ঘটনার উপযুক্ত তদন্ত না হলে ডাক দিয়েছেন আন্দোলনের।