Madhya Pradesh Road Accident: মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন রাজ্য কুয়াশায় ঘিরেছে। যার জেরে রাজধানীতে আন্তর্জাতিক বিমান মিলিয়ে অন্ততপক্ষে ৩০টি বিমানের উড়ান এবং অবতারণের সময়সূচী বদলানো হয়েছে। একাধিক বিমানের পথ ঘুরিয়ে জয়পুরে অবতারণ করানো হয়েছে। ঘন কুয়াশায় পথ ঢেকে থাকার কারণে এবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বড়সড় পথ দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন পরিবারের চার সদস্য।
আরও পড়ুনঃ কুয়াশাচ্ছন্ন রাজধানীর আকাশ, পথ ঘুরিয়ে জয়পুরে অবতারণ একাধিক বিমানের
জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনায় জাতীয় সড়ক কুয়াশায় ঢেকে থাকার কারণে একটি ট্রাক একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে গাড়ির উপরেই উলটে পড়ে। বিশাল ট্রাকের ভারে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। বাবা-মা এবং তাঁদের দুই মেয়ে গাড়িতে চাপা পড়েই মারা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কুয়াশার কারণে দুর্বল দৃশ্যমানতার মধ্যে মধ্যপ্রদেশের গুনায় জাতীয় সড়ক ৪৬-এ দুর্ঘটনাটি ঘটে। ঘন কুয়াশায় ঢাকা সড়কে গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর পড়ে যায় আস্ত ট্রাক। ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা পরিবারের চার সদস্য। এরপর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।