নয়াদিল্লিঃ দেশজুড়ে কফ সিরাপ (Cough Syrup) আতঙ্ক। কাশির সিরাপ খেয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জন শিশুর। বিতর্কের জল গড়াতে ওই নির্দিষ্ট সিরাপ নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। তামিলনাড়ূতে (Tamil Nadu)নিষেধ হয়েছে 'কোল্ডরিফ' বিক্রি। এই আবহে এবার রোগীকে এই সিরাপ খাওয়ার পরামর্শ দেওয়ার অপরাধে এক চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে ওই চিকিৎসকের নাম প্রবীণ সোনি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh)বাসিন্দা তিনি। অভিযোগ, তাঁর ক্লিনিকেই বেশিরভাগ শিশুর চিকিৎসা হয়েছিল।
প্রবীণ সোনির গ্রেফতারির পরই তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় অবস্থিত কোল্ডরিফ কাশির সিরাপ তৈরির কোম্পানি শ্রীসান ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার। এই প্রসঙ্গে জানানো হয়েছে, কফ সিরাপ 'কোল্ডরিফ'-এ ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে যা অত্যন্ত বিষাক্ত পদার্থ। চেন্নাইয়ের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এই সিরাপকে ট 'মানসম্মত নয়' বলে ঘোষণা করেছে তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ধ্যপ্রদেশের ছিন্দওয়াড়াতে। সেখানেই কিডনি বিকল হয়ে এক শিশুর মৃত্যু হয়। পরিবারের দাবি, ডাক্তারের দেওয়া একটি কাশির সিরাপ খেয়েছিল শিশু। এরপরই ধুম জ্বর আসে তার। পরে মৃত্যু হয় শিশুটির। তার কিডনির বায়োপসিতে ডাইথিলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া যায়। এরপরই একের পর এক শিশুমৃত্যুর সঙ্গে ওই কফ সিরাপের যোগ পাওয়া যায়।
কফ সিরাপ খেয়ে মৃত্যু ১১ শিশুর, অবশেষে গ্রেফতার চিকিৎসক
'Coldrif' Syrup Kills 11 Children In Madhya Pradesh. Doctor Who Prescribed It Arrested https://t.co/PrMFtQUkTL pic.twitter.com/eWLTO2EtJK
— NDTV (@ndtv) October 5, 2025