Holi & Namaz (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: রমজান মাস শুরু হয়েছে, এদিকে শীত শেষে বসন্ত বাতাস ঢুকতে শুরু করেছে। সামনেই বসন্ত উৎসব অর্থাৎ কিনা হোলি (Holi)। আগামী ১৪ মার্চ রমজানের দ্বিতীয় শুক্রবার ও হোলি একই দিনে পড়েছে। এদিন যাতে সবাই শান্তিপূর্ণভাবে নিজেদের আচার পালন করতে পারেন সে বিষয়ে লখনউয়ের শাহি ইমাম সম্প্রীতির আহ্বান জানিয়েছেন, তিনি হোলির কথা মাথায় রেখে ওদিন নামাজের (Namaz) সময় পরিবর্তন করেছেন। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওদিন বাড়ির কাছের মসজিদে নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি যোগী রাজ্যের পুলিশ মন্তব্য করেন, হোলি বছরে একবার আসে, জুম্মার নামাজ বছরে ৫২ বার হয়, এই বয়ান ঘিরে বিতর্ক শুরু হয়। শান্তি বজায় রাখতে বৃহস্পতিবার জারি করা এক পরামর্শে লখনউয়ের মাওলানা খালিদ রশিদ বলেছন, যে মসজিদগুলিতে জুম্মার নামাজ সাধারণত দুপুর ১২.৩০ থেকে দুপুর ১টার মধ্যে পড়া হয়, আগামী শুক্রবার তা দুপুর ২টার সময় স্থগিত করা যেতে পারে।