লখনউ, ২৫ জানুয়ারিঃ উত্তরপ্রদেশ লখনউয়ের ওয়াজির হাসানগঞ্জ রোড এলাকায় আবাসন ধ্বসে মৃত্যু হল ৩ জনের (Lucknow Building Collapse)। মঙ্গলবার আচমকাই ভেঙে পড়ে ওই বিশাল আবাসন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। গত ১৪ ঘণ্টায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ৫ জন এখনও আটকে আবাসনের ধ্বংসস্তূপের নীচে। জারি উদ্ধার কাজ।
ডেপুটি পুলিশ জানান, ‘৫ জন এখনও আটকে ধ্বংসাবশেষের নীচে। আমরা চেষ্টা করছি তাঁদের কাছে যথাসম্ভব অক্সিজেন পৌঁছে দেওয়ার। আশা করছি খুব তাড়াতাড়ি তাঁদের ভিতর থেকে উদ্ধার করে আনতে পারব। কী কারণে আবাসনটি ভেঙে পড়ল সেই তদন্তও শুরু হবে খুব শীঘ্রই’।
আরও পড়ুনঃ ভারী বর্ষণের জের, লখনউয়ে বাড়ির দেওয়াল ধসে ৩ শিশু-সহ মৃত ৯ আহত ২
উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, মঙ্গলবার ওয়াজির হাসানগঞ্জ রোড এলাকায় আবাসন ধ্বসে ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ উপস্থিত রয়েছে ঘটনাস্থলে। উদ্ধার কার্য জারি রয়েছে। এদিন হঠাৎই আবাসনটি ধ্বসে পড়ে। মৃত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আবাসন ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ঘটনাস্থলে আরও উদ্ধারকর্মী পাঠান। আহতদের দ্রুত চিকিৎসার জন্যে হাসপাতাল নিয়ে যাওয়ার নির্দেশও দেন’।