নয়াদিল্লিঃ ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দিচ্ছে পরিবার (Family)। সেই খবর পেতেই বিয়ে আটকাতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের। পিটিয়ে খুন (Murder) করা হল তাঁকে। অভিযোগের তীর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। নিহত যুবকের নাম রবি। বয়স ৩৫। মনীষা নামে ১৮ বছরের এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কিন্তু মনীষার বিয়ে অন্যত্র ঠিক করে তাঁর পরিবার। জানতে পেরে প্রেমিকার গ্রামে হাজির হন রবি। এরপরই তাঁর উপর চড়াও হয় মণিষার বাড়ির লোকজন। খুঁটিতে বেঁধে তাঁকে মারধর করে প্রেমিকার পরিবারের লোকজন। অভিযোগ, এই ঘটনায় যুক্ত ছিলেন কিছু গ্রামবাসীও। আরও অভিযোগ, আক্রান্ত অবস্থায় একটু জল পান করতে চেয়েছিলেন রবি। কিন্তু অভিযুক্তরা সেটুকুও দেয়নি তাঁকে। বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ভয়ে আত্মহত্যার চেষ্টা করে মনীষার কাকা। নিজেকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। কিন্তু পুলিশ এসে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন মনীষা। আত্মহত্যার চেষ্টা করেন তিনিও। তবে সে চেষ্টা ব্যর্থ হয়।
প্রেমিকার বিয়ে আটকাতে গিয়ে খুন যুবক
Lover Beaten To Death By Family, Woman Slits Her Throat, Uncle Stabs Himself https://t.co/k3m1CosE1g pic.twitter.com/Ex6Dn8bKOw
— NDTV News feed (@ndtvfeed) October 29, 2025