'কাউকে তুষ্ট করার নীতি আমাদের নেই। তুষ্টিকরণের পরিবর্তে সন্তুষ্টিকরণের বিচার নিয়ে এনডিএ সরকার চলে।' লোকসভায় ধন্যবাদ জ্ঞাপন করতে উঠে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে মোদী সরার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। ভোট দিয়ে মানুষ যখন তাঁদর ক্ষমতায় ফিরিয়েছেন, তখন তাঁরা দেশের মানুষের সেবায় বদ্ধপরিকর। দুর্নীতি নিয়েও বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। আগে সংবাদপত্রের প্রত্যেক পাতায় দুর্নীতির খবর ছাপা হত। একের পর এক দুর্নীতির খবর মানুষের সামনে আসত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদী যখন লোকসভায় বলতে ওঠেন, সেই সময় বিরোধীরা জোরদার স্লোগানবাজি শুরু করেন।
#WATCH | Prime Minister Narendra Modi says, "This country has seen the politics of appeasement for a long time and the model of governance of appeasement for a long time...'Hum tushtikaran nahi santushtikaran ke vichaar ko lekar chalein hai'..." pic.twitter.com/Dk05yxuRAl
— ANI (@ANI) July 2, 2024