চব্বিশের লোকসভায় তাঁর ৪০০ আসন পারের লক্ষ্যপূরন হল না। এনডিএ জোট (NDA) ২৯৪ এবং বিরোধীদের ইন্ডিয়া (I.N.D.I.A) জোট ২৩৪টি আসনে এগিয়ে রয়েছে বা জিতে গিয়েছে বলা চলে। আরও একবার দিল্লির কুর্সিতে প্রধানমন্ত্রী হয়ে বসতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi )। রাজধানীর সিংহাসন জয়ের পরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন তিন বারের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নমো লিখলেন, 'দেশের মানুষ টানা তৃতীয়বারের মতো এনডিএ-র প্রতি আস্থা প্রকাশ করেছে। ভারতের ইতিহাসে এটি একটি নজিরবিহীন মুহূর্ত। এই ভালবাসা এবং আশীর্বাদের জন্য আমি আমার পরিবারকে প্রণাম জানাই'। তৃতীয়বার ক্ষমতায় এসে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্খা পূরণে নতুন শক্তি, নতুন উদ্যম ও নতুন সংকল্প গ্রহণ করবে কেন্দ্র। দেশবাসীর পাশাপাশি দলের সমস্ত কর্মী, যাদের অক্লান্ত পরিশ্রমে এই জয় সম্ভব হয়েছে তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী।
দেখুন মোদীর টুইট...
देश की जनता-जनार्दन ने एनडीए पर लगातार तीसरी बार अपना विश्वास जताया है।
भारत के इतिहास में ये एक अभूतपूर्व पल है।
मैं इस स्नेह और आशीर्वाद के लिए अपने परिवारजनों को नमन करता हूं।
मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि उनकी आकांक्षाओं को पूरा करने के लिए हम नई ऊर्जा, नई…
— Narendra Modi (@narendramodi) June 4, 2024
মোদীর এনডিএ জোট এবং বিরোধীদের ইন্ডিয়া জোটের মধ্যে ব্যবধান মাত্র ৬০টি আসনের। মানে ৩০টি আসনে ফল এদিক ওদিক হলেই প্রধানমন্ত্রীত্ব খোয়ানোর সম্ভাবনা ছিল মোদীর। কর্ণাটক এবং তেলাঙ্গানায় কংগ্রেস প্রত্যাশিত ফল করলে এই ব্যবধান মুছে যেত। অন্যদিকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে অপ্রত্যাশিত ফল করেছে কংগ্রেস।