নয়াদিল্লিঃ ভিনরাজ্যে জন্মদিন (Birthday) পালন করতে গিয়ে দুর্ঘটনায় (Accident) মৃত্যু নাবালিকার। শেষকৃত্যের আগে মেয়ের চিতার পাশে কেক কাটলেন বাবা। ফুল, বেলুন দিয়ে সাজানো চিতার সামনেই পালন হল আদরের মেয়ের জন্মদিন। এই ঘটনা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রত্যক্ষদর্শীরা।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) কাওয়ারধা জেলায়। গত ৫ অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ১০ বছরের নাবালিকার। শেষকৃত্যের আগের মেয়ের চিতার সামনে কেক কেটে ডুকরে কাঁদলেন বাবা।
স্থানীয় সূত্রে খবর, এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের সজোরে সংঘর্ষের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনাটি ঘটে চিলফি ভ্যালির কাছে কাওয়ারধা জবলপুর জাতীয় সড়কে। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের মধ্যে ছিলেন নাবালিকার মাও। আর তার দিদি গুরুতর জখম হন। এই সময় কর্মসূত্রে কলকাতায় ছিলেন মৃত নাবালিকার বাবা। খবর পেয়ে সেখানে পৌঁছন তিনি। মেয়ের দেহ শনাক্তের পর শেষকৃত্যের আয়োজন করেন।
চিতার সামনেই রাখা পছন্দের কেক, ফুল, বেলুন, শেষকৃত্যের আগে শেষবারের মতো মেয়ের জন্মদিন পালন বাবার
Before the cremation, the man told those present that it was his daughter's birthday and that she had always asked him to celebrate it with her#Chhattisgarh #Funeral #Cremation https://t.co/rQ7M3uFXrV
— News18 (@CNNnews18) October 10, 2025