নয়াদিল্লিঃ অমরনাথ যাত্রার (Amarnath Yatra 2025)শুভারম্ভ। আজ, ২ জুলাই ভোরবেলা জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা দিলেন অমরনাথ যাত্রার প্রথম দল। বুধবার ভোরে যাত্রী নিবাস বেস ক্যাম্পে হাজির হন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল(Lieutenant governor )মনোজ সিনহা(Manoj Sinha)। যাত্রা শুরুর আগেই পতাকা দেখান তিনি। সকলের মুখে শোনা যায় 'হর হর মহাদেব।' গভর্নরের উপস্থিতিতে এভাবেই শুরু হয় এবারের অমরনাথ যাত্রা।
বুধ ভোরে শুরু অমরনাথ যাত্রা, পতাকা দেখিয়ে শুভারম্ভ গভর্নরের
এদিন ভোরে বেস ক্যাম্পে হাজির ছিলেন বহু রাজনৈতিক ব্যক্তিক্ত। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা এক কথায় নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। নাম ও পরিচয় জেনে বেছে বেছে গুলি করে মারা হয় পর্যটকদের। এই হামলার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। পাল্টা আক্রমণ শানায় ভারত। পাকিস্তানের আকাশসীমায় ঢুকে ৯ টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপরই দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা ছড়ার জম্মু কাশ্মীরে। তবে বর্তমানে ধীরে ধীরে শান্তি ফিরেছে উপত্যকায়। পহেলগাঁও জঙ্গি হামলার পর এটাই প্রথম অমরনাথ যাত্রা। তাই ভক্তদের জন্য বিশেষ সতর্কতা তো থাকছেই। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জম্মু কাশ্মীর। মোতায়েন অতিরিক্ত সেনা।
ছন্দে ফিরছে উপত্যকা, জম্মু থেকে শুরু হল অমরনাথ যাত্রা, পতাকা দেখালেন গভর্নর
J-K: LG Manoj Sinha flags off first batch of Amarnath Yatra pilgrims from Jammu
Read @ANI Story | https://t.co/EjApCcQEMM #Amarnath #Jammu pic.twitter.com/5JxEM526g4
— ANI Digital (@ani_digital) July 2, 2025