প্রতীকী ছবি Photo Credits: IANS

বিজনুর, ১৮ জুলাইঃ উত্তরপ্রদেশে আবারও লেপার্ডের হামলা (Leopard Attack in Uttar Pradesh)। নৃশংস বলি ৫০ বছরের প্রৌঢ়ের। সোমবার দুপুরের দিকে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বিজনুর জেলার মাখওয়াদা গ্রামে মাঠে কর্মরত এক মহিলার উপর হামলা করে ওই বাঘটি (Leopard)। বাঘের হামলায় মৃত্যু হয়েছে ৫০ বছরের ওই মহিলার। গত তিন মাসে উত্তরপ্রদেশে এই নিয়ে ৯টি লেপার্ড হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

আহত মহিলার চিৎকার শুনে আশেপাশের মাঠ থেকে ছুটে আসেন অন্যান্য চাষিরা। তাঁদের আওয়াজে পালিয়ে যায় চিতা (Leopard)। ক্ষতবিক্ষত রক্তাক্ত মহিলাকে মাঠে দেখে শিউরে ওঠেন সকলে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। চিতাবাঘের হামলায় গুড্ডি দেবীর (৫০) মৃত্যুর খবর চাওর হতেই সোচ্চার হন গ্রামবাসী। বন দফতরের কর্ম ব্যর্থতার প্রতিবাদে পথে নামেন তাঁরা। চাষিদের পাশে এসে দাঁড়ান ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যরা। কিষাণ ইউনিয়নের ছাতার তলায় আন্দোলন মিছিল শুরু হয়। যত দ্রুত সম্ভব চিতাবাঘটিকে ধরে তাকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা হোক, এই দাবিতে পথে নেমেছেন গ্রামবাসী।

বন দফতরের সাব ডিভিশন অফিসার জ্ঞান সিংহ জানান, আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। জায়গায় জায়গায় ফাঁদ পাতা হয়েছে বাঘটিকে (Leopard) ধরার জন্যে। এমনটি চিতাটিকে খোঁজার জন্যে তাঁরা ড্রোনের ব্যবহার শুরু করেছে। তিনি আরও বলেন, বিগত তিন মাসে গ্রামে চিতাবাঘের হামলায় মৃত্যু বেশ বেড়েছে। কিন্তু ঘটনাগুলোর পিছনে একটি চিতা নাকি একাধিক চিতা রয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনও।