প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আমরেলি, ২৬ মেঃ চিতা বাঘের হামলায় (Leopard Attack) মৃত্যু হল বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে গুজরাটের আমরেলি জেলার সরভদা গ্রামে ঘুমন্ত বৃদ্ধের উপর হামলা করে চিতা। বন দফতর কর্মকর্তা সূত্রে খবর, নিজের বাড়িতেই ঘুমাচ্ছিলেন ৮০ বছরের ওই বৃদ্ধা। রাতের অন্ধকারে বাড়িতে ঢোকে বাঘটি। বৃদ্ধার গলায় মারণ কামড় বসায় সে।

জানা গিয়েছে, এদিন রাতে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। পরের দিন সকালে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন বৃদ্ধাকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলেই জানান। বৃদ্ধের মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।  চিতা বাঘের হামলার খবর পাওয়া মাত্রই তৎপর হন বন দফতর কর্মীরা। বাঘটিকে ধরার জন্যে গ্রামের চারিদিকে ফাঁদ পেতেছেন তাঁরা।

এক বন দফতর কর্মকর্তা জানান, বিগত কিছু দিন যাবত আমরেলিতে বাঘের হামলার প্রবনতা বেশ বেড়ে গিয়েছে। চিতা বাঘ এবং সিংহের আক্রমণে বেঘোরে প্রাণ দিতে হয়েছে বহু মানুষকে।