প্রতি বছরই মা লক্ষীর আরাধনায় মাতেন অভিনেত্রী দেবলীনা কুমার। ইতিমধ্যেই তিনি বেশ কিছু সিনেমায় অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন তিনি, তাছাড়াও মহানায়ক উত্তম কুমারের নাত বউ হিসেবেও তিনি পরিচিত।শুধুমাত্র তাঁর শ্বশুর বাড়ি অর্থাৎ উত্তম কুমারের বাড়ির পুজোতেই না, তাঁর বাপের বাড়ির লক্ষী পুজোর সমস্ত দায়িত্বেও থাকেন তিনি। এবারে তাঁর বাড়ির মালক্ষ্মীকে ডিজাইনার সাদা-লাল শাড়িতে সাজিয়েছিলেন অভিনেত্রী। শুধু তাই নয় খিচুড়ি, সাত রকম ভাজা, লুচি, আলুর দম, ছানার ডালনা, পায়েস সবই ভোগে মাকে দেওয়া হয়েছিল। পরিবারের সদস্যদের সঙ্গে সেই ভোগ প্রস্তুতির ছবিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। নাচের স্কুলের ঘরে মাকে বরণ করে, মাকে সাজানোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
দেখুন সেই ছবি ও ভিডিও-
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram