ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এক ভিডিয়ো(Video)। ভাইরাল ভিডিয়োতে (Viral Video) দেখা যাচ্ছে, একটি গাড়ির ভিতর এক তরুণকে নানাভাবে হেনস্থা করছেন কিছুজন। কটূ কথা, মার জুটছে সবই। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে লখনউয়ের অ্যামিটি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের এক আইন পড়ুয়ার সঙ্গে।

চলন্ত গাড়িতে ছাত্রকে হেনস্থা, ভাইরাল ভিডিয়ো

তদন্তে নেমে জানা গিয়েছে, ঘটনাটি গত মাসের হলেও সম্প্রতি তা জানাজানি হয়েছে। আক্রান্ত পড়ুয়ার নাম শিখর মুকেশ কেসারওয়ানি। লখনউয়ের অ্যামিটি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। অভিযোগ, গত ২৬ অগস্ট কলেজ থেকে ফেরার সময় তাঁকে গাড়িতে লিফট দিয়েছিলেন সৌম্যা সিং যাদব নামে এক সহপাঠী। ক্যাম্পাসের পার্কিং লটে গাড়ি পৌঁছতেই আরও পাঁচ পড়ুয়া গাড়িটি ঘিরে ধরে। কিছু কথা আছে বলে গাড়িতে উঠে পড়ে তাঁরা। এরপ ৪৫ মিনিট ধরে চলে হেনস্থা। মারধর, গালাগাল বাদ, তাঁকে নানাভাবে হেনস্থা করা হয়। ভিডিয়োতে ধরা পড়েছে গোটা ঘটনাটি। এই ঘটনায় আয়ুষ যাদব, জাহ্নবী মিশ্র, মিলয় বন্দ্যোপাধ্যায়, বিবেক সিং এবং আর্যমান শুক্লা নামে পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পড়ুয়ার বাবা। তবে কী কারণে হেনস্থা? তা এখনও পর্যন্ত জানা যায়নি।

গালাগাল, মারধর! গাড়ির মধ্যে উঠে আইনের ছাত্রকে হেনস্থা, ভাইরাল ভিডিয়ো