অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ স্বাভাবিক ছন্দে ফিরছে উপত্যকা (Jammu and Kashmir)। আগামী ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025)। সেই উপলক্ষে ১ জুলাই, মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। জম্মুর মহাজন হল ও রেল স্টেশনে চলছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন। সকাল থেকেই বিপুল পরিমাণে ভক্তের সমাগম হয়েছে। ভিড় সামলাতে কার্যত হিমশিম কর‍তে হচ্ছে কর্তৃপক্ষকে। উল্লেখ্য, অমরনাথ যাত্রার জন্য অনলাইন মোডেও রেজিস্ট্রেশন করার সুবিধা ছিল। যারা অনলাইন আবেদন করেননি তাঁদেরই এখন লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে।

সামনেই অমরনাথ যাত্রা, মঙ্গল থেকে শুরু অফলাইন রেজিস্ট্রেশন

অন্যদিকে, অমরনাথ যাত্রা শুরুর আগেই জম্মু কাশ্মীরে আঁটসাঁট নিরাপত্তা। তীর্থযাত্রীদের সুরক্ষায় মাল্টি-লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে সিপিআরএফের তরফে। প্রসঙ্গত, গত ২৬ জুলাই জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৫ জন নিরীহ পর্যটকের। প্রাণ যায় এক স্থানীয় ঘোড়া চালকের। নাম ও পরিচয় জেনে বেছে বেছে গুলি করে মারা হয় পর্যটকদের। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের আকাশসীমায় ঢুকে ৯ টি জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপরই আরও উত্তপ্ত হতে থাকে উপত্যকা। সীমান্ত এলাকায় চলে গোলাবর্ষণ। তবে বর্তমানে শান্তি ফিরেছে জম্মু কাশ্মীরে। পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক।

ছন্দে ফিরছে উপত্যকা, অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের জন্য উপচে পড়া ভিড়, দেখুন ভিডিয়ো