কোটা: হস্টেলে আবারও মৃত্যু। রাজস্থানের কোটায় ১৬ বছর বয়সী এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। গতকাল রাতে (মঙ্গলবার) ছাত্রীটি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছাত্রীর নাম রিচা সিং। সূত্রের খবর, রিচা ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। সে কোটার ব্লেজ হোস্টেলে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ খবর পায় যে, তালওয়ান্দির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এক ছাত্রীকে নিয়ে আসা হয়েছে। কিন্তু পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিজ্ঞান নগর থানার পুলিশ। আরও পড়ুন : Bihar : বিহারে প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ছাত্র, ভর্তি করা হল হাসপাতালে
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা থেকে ওই ছাত্রী তার ঘর থেকে বের হয়নি। সহপাঠীরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সাড়া মেলেনি। এরপর হোস্টেল অপারেটরকে বিষয়টি জানানো হয়। হোস্টেলের ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেখতে পায়, ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে ফাঁস দিয়ে ঝুলছে। মাত্র পাঁচ মাস আগে ওই ছাত্রী কোটায় এসেছিল।
দেখুন টুইট
VIDEO | A 16-year-old NEET aspirant from Jharkhand allegedly hanged herself in her hostel room in the Vigyan Nagar area of Rajasthan's Kota district.
"We received information about a girl committing suicide. We took her to the hospital, where she was declared brought dead. The… pic.twitter.com/UZCaclSL5Q
— Press Trust of India (@PTI_News) September 13, 2023
উল্লেখ্য, চলতি বছর গত ৮ মাসে ২৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।