ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ বাড়ির (House) উঠোনে ঢুকে পড়ল কুমির (Crocodile)। গোটা এলাকায় ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan) কোটার (Kota) বানজারি গ্রামে। আচমকা একটি বাড়ির উঠোনে একটি ৮ ফুট লম্বা কুমির দেখতে পান স্থানীয়রা। ওই কুমিরের ওজন প্রায় ৮০ কেজি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরে। কিন্তু সময়মতো বনকর্মীরা এসে না হাজির হওয়ায় ৮ ফুট কুমিরকে কাঁধে তুলে উদ্ধার করল এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো।

জানা গিয়েছে, ওই যুবকের নাম হায়াত খান। স্থানীয় সূত্রে খবর, বিশালাকার কুমির দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। নিরাপত্তার জন্য বন দফতরে খবর দেওয়া হলে তাঁরা সময়মতো এসে না পৌঁছানোয় সরীসৃপটিকে উদ্ধার করতে মাঠে নামে স্থানীয় এক যুবক। মুখ বেঁধে কাঁধে তুলে সিনেমার নায়কের মতো কুমিরটিকে উদ্ধার করেন তিনি। প্রায় এক ঘণ্টা ধরে চলে উদ্ধারকার্য। রাত ১১ টা নাগাদ উদ্ধার করা হয় কুমিরটিকে। পরদিন সকালে লাকার কাছে চম্বল নদীতে কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকার্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই যুবককে 'সাহসী' তকমা দেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার তাঁকে 'শক্তিমান' আখ্যাও দিচ্ছেন। সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিয়োটি।

 কাঁধে তুলে ৮ ফুটে কুমিরকে উদ্ধার যুবকের, ভাইরাল ভিডিয়ো