Photo Credit Instagram

১৯৬৮ সালে ২৩ অগাস্ট জন্মগ্রহণ করেন সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ, সকলের প্রিয় কেকে (KK)। ব্যতিক্রমী কণ্ঠস্বরের জাদুতে শ্রোতাদের মনে প্রথম থেকেই তৈরি করেছিলেন আলাদা স্থান। শুধু কণ্ঠই নয়, তাঁর উষ্ণ ব্যক্তিত্বও মন জয় করেছিল হাজারো মানুষের। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির পুরুষ কণ্ঠগুলির অন্যতম ছিলেন কেকে। ১৯৯৯ সালের 'হম দিল দে চুকে সনম' ছবির 'তড়প তড়প কে ইস দিল সে' গানের মাধ্যমে নিজের স্থান পাকা করে নেন তিনি।জীবিত থাকলে পালন হত সঙ্গীতশিল্পী কেকে’র ৫৩ বছরের জন্মদিন।কিন্তু এবারের জন্মদিনে ভক্তদের মুখে হাসি নেই। নেই কোনও উচ্ছ্বাসও। পরিবারেরও আজ মন খারাপ। মানুষটাই যে নেই। ৩১মে’র অভিশপ্ত দিন যে চাইলেও ভুলতে পারেনি তামাম বিশ্ব। বাবার জন্মদিনে অন্যান্য বার মজা করতেন মেয়ে। বাড়ি হেসে উঠত আনন্দে। তবে আজ সবটা আলাদা। বাবাই নেই, তার জন্মদিনের আর কীসের উদযাপন। জন্মদিনে বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট করলেন কেকে’র মেয়ে তামারা।

 

View this post on Instagram

 

A post shared by Taamara (@taamara.krishna)

১৯৯১ সালে স্ত্রীর সঙ্গে দীর্ঘ প্রণয়ের পর বিয়ে হয় কেকের। তাঁদের দুই সন্তান। স্ত্রীর সঙ্গে সম্পর্কও বেজায় ভাল। দুই তরফেই ছিল না কোনও গসিপ, ছিল না কোনও কালো দাগ। কিন্তু হঠাৎই ঝড় ওঠে পরিবারে। যে ঝড় যেন এক মুহূর্তে নড়িয়ে দিয়েছে গোটা পরিবারটিকেই।স্ত্রী জ্যোতিও তাঁর স্বামীর জন্মদিনে নিজেদের মুহুর্তের ছবি দিয়ে শেয়ার করেছেন জন্মদিনের পোস্ট।